আমাদের কথা খুঁজে নিন

   

মৌনতা

আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা।

তবে কি তোমার মৌনতাই আমার জবাব চুপ হয়ে থাকাই আমার সকল ভবিষ্যৎ ! দূর থেকে এক ফোঁটা পলক ফেলে ধমনী শিরায় শিরায় পৌঁছে দিলে সকল প্রশ্নের জবাব ! মৌনতাকে আজ বড় যে ভয় ! খুব নিঃসঙ্গ এখন,অন্ধকার চারদিক যেন অন্তর বাহির শ্মশান ঘাটের পিনপতন নিরবতা কেন আজ মৌন হয়ে রইলে ? আমি প্রবাদ বিশ্বাস করতে চাই না আমি মৌনতাই সম্মতিকে মানতে চাই না শুধু আড়মোড়া ভেঙ্গে একবার বল না বল না এক চিলতে হাসি দিয়ে "আমার ভাবনা সম্পূর্ণ ভুল,হুম ভুল" জানি আমার অনেক ভুল, এইটাও না হয় সেই ভুল হয়ে যাক তবুও এই মৌনতা কেটে যাক ঐ কালো বারিষ ভরা আকাশ থেকে কেটে যাক সংশয় আর আশঙ্কা। বড় স্বপ্নের জাল পেতে,নীরবে বসে আছি। কেউ নেই হেতা,কেউ নেই পথে। শুধু তোমারই জন্য, তাই তো আজ মৌনতাকে আজ এত ভয় কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিটি মুহূর্তের হৃদ-স্পন্দন কেন এই মৌনতা,ভেঙ্গে কি আস্তে পারো না ! বলতে পারো না ! "আমার মৌনতা সংশয় নয়,শুধুই ধ্যান !"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।