আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন রানীর প্রত্যাশায়

আজও প্রত্যাশার চাইতে প্রাপ্তিটা বড় হয়তো এখানেই আশার জন্ম এখানেই শেষ যাহা খুজতে যেতে হয়েছে নন্দনের আঙ্গিনায় যেখানে ফুটন্ত গোলাপ কলি আর কৃঞ্চচুড়া ছড়িয়ে দিয়েছে লাল সবুজের বাহার গোধুলী বিকেলে তোমার অপেক্ষায়। স্বপ্ন রানী তোমার জন্য নিজেকে অনেক ছোট করে ফেলেছি সবার কাছে কি এমন অব্যক্ত নেশা যে তোমার মাঝে লুকিয়ে আছে বুঝতে পারিনা যদি জানতাম তাহলে এই অমৃত সুধা কখনো্ই প্রাণ করতাম না। হয়তো তুমি আজ সুখের খোজে দুঃখকে ভুলে গেছো মানতে কষ্ট হয় যদি কখনো উত্তরটা মেলাতে পারতাম তাহলে কি যোগফল মিলত হিসাব বিজ্ঞানের প্রতি এতোটাই বিশ্বাস তোমার আগে জানতাম না হয়তো পার্থিব সম্পদের যোগফল মিলাতে পারবে জীবনের জন্য ? বাস্তব বড় কঠিন হয়তো এখন উপলব্ধি করতে পেরেছো তুমি সাময়িক সময়ের কথা ভেবে চিরস্থায়ী জীবনের কথা ভুলে গেলে পরাজয় হয়তো আমার বিজয়ী ভেসে তোমাকেই দেখতে চাই। এক নিঝুম রাতে নীরবতাকে উপেক্ষা করে তুমি নিজের অজান্তে সব কিছু প্রকাশ করলে। যখন আমি আধারের মাঝে বন্ধি তুমি আমাকে আলোর মাঝে প্রকশ করতে চেয়ে ছিলে তাহলে নিজেকে কোথায় হারালে ? বাস্তব আর স্বপ্ন কখনোই এক কক্ষ পথে ঘোরে না যদি এর গতী পথ এক হয় তাহলে ধ্বংস অনিবার্য তাই তো তোমাকে বলতে চাই আমি ধ্বংস চাইনা।

ভালবাসা আর বন্ধুত্ব এক হয় না তাইতো আমি আজ অনেক চিন্তা করে নিজেকে দূরে রেখেছি তোমার থেকে। যদি জানতাম তুমি নিজেকে সংশোধন করবে না তাহলে হতাশার মাঝে জীবন কাটাতে হতো না আমাকে। কি এমন অব্যক্ত কথা যাহা আমাকে এখনো ভাবায় যাহা তুমি বুঝতে পারনা। না বোঝার মানে এই নয় যে আমি তোমাকে ভুলে গেছি। ।

এক অনিশ্চিত জীবনের দ্বার প্রান্তে এসে থেমে গেছি পারছিনা বাস্তবতার বিভিশিখা থেকে নিজেকে মুক্ত করতে । জীবনের অনেক চাওয়া এখনো হতাশার মতো নিজেকে তারিয়ে বেড়ায় ! জানিনা কেন আজ আমি তোমাদের মাঝে নেই ? আমি কি তোমাদের কাছে বেশী হয়ে গেছি পরিসংখ্যানের ভাষায় গনণা করলে দেখা যাবে আমি শুধু একা ?............. আমার একা থাকতে ভাললাগে না তবুও আমাকে একা থাকতে হয়। এই তো তোমাদের মাঝ থেকে সে দিন ফিরলাম তবুও কেন জানি মনে হয় অনেকটা দিন। আর কতো লুকোচুরি খেলা খেলতে হবে যে দিন আমি চলে যাব হয়তো হাজার চেষ্টা করেও তোমাদের মাঝে আর ফিরবো না ? না পাওয়ার বেদনা আমি এখনো উপলব্ধি করতে পারি। এখনো যেগে আছি ভোরের অপেক্ষায় ঘুম ভাঙ্গলেই তোমাকে দেখতে পাব প্রত্যাশার এমন ভাবে বুকের মাঝে বাসা বাধে মনে হয় এই তো তোমাকে ছেড়ে যেতে হবে নতুন দিগন্তে ।

হয়তো আর কখনো পাবনা তোমায় স্পর্শ আর কখনো দেবেনা উস্ম ভালবাসা আমাকে। যে ভালবাসাকে বেঁচে থাকার অবলম্বন হিসাবে ধারন করে চলেছি প্রবাহ মান স্রেতো ধারার মতো জানিনা কোথায় গিয়ে শেষ হয়। দম্ভের মতো নিমিসেই সব ভালবাসার বেড়া জাল শেষ করে দিয়ে চলে যাবে নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। ফিরে আসব রোদ মাখা ভোরে শিশির সিক্ত কুয়াশা হয়ে তোমার মাঝে !........................................ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.