আমাদের কথা খুঁজে নিন

   

শাবি ক্যাম্পাস অচল করে দেয়ার হুমকি শিবিরের

অনির্দিষ্টকালের ধর্মঘট, একের পর এক ককটেল বিস্ফোরণ, গুলি ও বাস ভাংচুরের পর এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার হুমকি দিয়েছে শিবির ক্যাডাররা। তাদের চলমান তাণ্ডবে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংক বিরাজ করছে। দাবি আদায়ে নতুন নতুন কর্মসূচি দিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে শিবির। গতকাল বুধবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী রবিবার বিশ্ববিদ্যালয় ঘেরাও করে দীর্ঘস্থায়ীভাবে ক্যাম্পাস অচল করার হুমকি দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে বৈধ ছাত্রদের সিট প্রদান, আবাসিক হলে লুটপাটকারীদের বিচার ও ক্ষতিগস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ না দিলে প্রশাসনকে চরম মূল্য দিতে হবে। যে কোন মূল্যে শিবির তাদের দাবি আদায় করবে । এদিকে বৈধ শিক্ষার্থীদের আবাসিক হলে সিট প্রদান, ক্ষতিপূরণ প্রদান ও শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানের দাবিতে শিবিরের পক্ষে সাফাই গেয়ে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন বরাবর স্মারবলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবকরা। সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউল হক লস্করের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.