বিশ্ববিদ্যালয় খোলার আগের দিন অর্থাৎ শনিবার ছাত্র-ছাত্রীদের জন্য সব আবাসিক হলও খুলে দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।
দীর্ঘ ১০ বছর পর ৮ মে কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন করার পরে চার দফায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের ৬ নেতাকর্মী।
কমিটি গঠনের পর ১১ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে শাবিপ্রবি ছাত্রলীগের পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা।
এ পরিস্থিতিতে ১৩ মে সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ছুটি ঘোষণা করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।