আমাদের কথা খুঁজে নিন

   

শাবি’র সাবেক শিক্ষার্থীদের ইফতার

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়।
‘আমরা সাস্টিয়ান’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও শাকসুর নির্বাচিত প্রথম জিএস জি এম হারুন-অর রশীদ, খুরশীদ আলম হিটু, বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবে সোবহানী আল্লামা, জুনায়েদ হোসেন সোহাগ, কম্পিউটার প্রকৌশলী আব্দুস সবুর মাসুদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্মকর্তা এন আলম মিল্টন প্রমুখ।
উপস্থিত সাবেক শিক্ষার্থীরা স্বল্প সময়ের মধ্যে এ ধরনের একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন।


হারুন-অর রশীদ বলেন, এতদিনেও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কোনো সংগঠন না থাকা দুঃখজনক। তবে এরপরও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক।
অবিলম্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন সুশান্ত দাস গুপ্ত। আর বিশ্ববিদ্যালয়ের সদ্য পাস করা শিক্ষার্থীদের চাকরি ক্ষেত্রে সহযোগিতার জন্য সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এহেছান লেনিন।
পুর ও পরিবেশ প্রকৌশলী নাজমুল হাসান মেহেদী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ডাটাবেস যদি থাকতো তাহলে যোগাযোগ অনেক সহজ হতো।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমেই এ বিষয়টিকে একটি দৃশ্যমান রূপ দেয়া সম্ভব।
ইফতার আয়োজন সমন্বয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান মেহেদী ও এহেছান লেনিন।
‘আমরা সাস্টিয়ান’ ব্যানারে এর আগেও রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। টানা তৃতীয়বারের মতো আয়োজন করা হলো ইফতার মাহফিল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.