নামহীন।
কমিটির জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকলেও কেন্দ্রীয় নেতারা আমাদের শুধু আশ্বাসই দিলেন। কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন দীর্ঘ ৭ বছরেও ঘটে নি। বরাবরের মতো এবারও শাবি ছাত্রলীগের একটি দাবি। আর সেটা হলো কমিটি চাই।
বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের কাছে এই দাবি জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র নেতা-কর্মীরা পরস্পর কুশল বিনিময় করেন। পরে ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা।
শাবি ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, এ মাসের মধ্যেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।