আমাদের কথা খুঁজে নিন

   

শাবি প্রবি তে CSE কার্নিভাল ২০১১ অনুস্টিত

শাবি প্রবিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তক আয়োজিত CSE কার্নিভাল-২০১১ অনুস্টিত হয়ে হল গত ২২-০৯-২০১১ থেকে ২৪-০৯-২০১১ তারিখ। কার্নিভালে বিভিন্ন দেশি বিদেশী প্রযুক্তি পন্য উৎপাদক প্রতিষ্টান অংশ গ্রহন করে। কার্নিভালে বিভিন্ন ধরনের আয়োজনের মাঝে ছিল প্রযুক্তি মেলা, জব ফেয়ার, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সেমিনার এবং সবশেষে সাংস্ক্রিতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান । প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহনের উদ্দেশ্যে দেশের অনেকগুলো ইউনিভার্সিটি থেকে বিভিন্ন গ্রুপ অংশ গ্রহন করে। প্রযুক্তি মেলার সবচেয়ে বড় আর্কষন ছিল ACER brand এর ICONIA tab যার মূল্যমান প্রায় একলক্ষ টাকা।

বিভিন্ন প্রতিষ্টানের সাথে কথা বলে জানা গেল মেলায় বিক্রি খুব এক টা বেশি না, তবে ছোট খাট accessories বেশ ভালই বিক্রি হয়েছে। আয়োজন সম্পর্কে সিলেটি দর্শ নার্থীদের অভিমত থেকে জানা যায় এমন এক টি আয়োজনে সিলেটেরবাসী অত্যন্ত আন ন্দিত। শাবিপ্রবির একজন ছাত্র হিসেবে বলতে পারি এম্ ন এক টি আয়োজন নিসন্দেহে শাবি প্রবির জন্য অত্যন্ত গর্ভের একটি বিষয়। তবে এত বড় এক টি আয়েজন করতে গিয়ে যে ব্যাক্তির নাম সবার প্রথমে আসে তিনি শাবির অহংকার, দেশ সেরা প্রযুক্তিবিদ ও লেখক ডঃ মুহাম্মদ জাফর ইকবাল । কার্নিভাল টি সফল করতে গিয়ে ইউনিভার্সিটির CSE dept এর ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.