ফেবুতে আমিঃ-http://www.facebook.com/JRK001 হাজার জোনাকির
আলোয় আলোকিত
তোর পৃথিবী..
স্বপ্ন মায়া, ভালবাসায়
রোজ বেঁচে থাকা।
আলোহীন কোন জোনাকির অন্ধ স্বপ্নে
ভুল করে তোকে
দেখতে চাওয়া,
তোর আমাকে দেখেও,
দেখতে না পাওয়া..
বেঁচে থাকার একটা দিনে
লক্ষ-কোটি বার মৃত্যু হওয়া।
*****************
নীল আকাশ আর নীল দ্রুব তারা
নিঝুম রাত্রি দেয় পাহারা,
নির্ঘুম দুচোখ,স্বপ্নরা ছন্নছাড়া।
আমি নেই,তুমি নেই.
আছে শূন্যতা!
স্মৃতির পাতায় অভিমানী অভিমানে পূর্ণতা...
***********************
তুমি ভাবতে দাও না আমাকে..
শত সহস্র ভাবনা তোমাকে নিয়ে।
রঙ্গিন ফিতা, লাল শাড়ি, আলতা দিয়ে
কে হাটে নূপুর পায়ে এই হৃদয়ে
তুমি আস মেঘ হয়ে জড় তোলো মনে
লন্ড ভন্ড করে ভাবনা গুলো
বৃষ্টির তোড়ে দূর থেকে দূরে..
তুমি ভাবতে দাও না আমাকে।
তাই ভাবতে ভুলে যাই তোমাকে
**********************
স্বপ্ন হীন চোখে,
ক্ষুধার্ত স্বপ্নের মিছিল...
উত্তাল চোখে জলেরা ঢেউ খেলে!
নিয়ম ভাঙ্গা স্বপ্নরা নীরবে কাঁদে।
স্বপ্ন স্রষ্টার অবাক দৃষ্টিতে
মৃত্যু হয় হাজার স্বপ্নের......
********************
আজ মন খারাপের দিন..
অবেলায় অবলিলায় বলা ভালবাসার ঋণ পরিশোধের দিন।
আজ মন খারাপের দিন..
ভুল স্বপ্ন দেখা মায়া কান্নার দিন!
আজ মন খারাপের দিন..
********************
এক কথায় বলা যায় লিখতেই ভুলে গেছি! লিখতে গেলেই দু-লাইন লিখে থেমে যাই, শত চেষ্টা করেও পারি না।
একটা ব্যর্থ চেষ্টা করলাম খাতায় লেখা এই টুকরো টুকরো কবিতা গুলো একসাথে করে। অদ্ভুত সব মুহূর্তে লেখা কষ্টরা এখন কেমন জানি হাসি পায় দেখে. মানুষের আবেগ কেন জানি সব সময় এক রকম কাজ করে না।
এই বছর হয়তো আর কিছুই লেখা হবে না আর কিছু একবারে না লিখলেও না তাই দিলাম সব ছন্দহীন আজাইরা কথাবার্তা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।