যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আজ আর আমি কাঁদবনা,
আমি আর নি:শব্দে গুমোট চিত্কারে ডাকবনা তোমাদের,
নিজেকে একা করে দিয়েছি,
এমন নয় এটিই চেয়েছি।
আমি আর করবনা অভিমান,
দেখবনা কোনো স্বপ্ন,
বাসবোনা আর ভালো কোনদিনও।
স্বপ্ন হারিয়ে ফেলেছি আমি,
কোনো অচেনা পথের বাঁকে,
তবু আজ অভিযোগ করবনা,
বলবনা কাউকে খুঁজে দিতে,
যা হারিয়ে গেছে, যাবনা আর খুঁজতে।
আঁকবোনা কোনো আশার দৃশ্যপট।
তোমরা ভেবেছ আমি একাই ভালো,
নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি কান্নার জল,
আমি দিশেহারা হেঁটে চলেছি,
খুঁজে পায়না, পথের ঠিকানা,
তাকিয়ে রই দৃষ্টি সীমানা,
নিজেই যেন নিজের কাছে অজানা
করেছি আত্নগোপন।
আমি আর দ্বিধা ভরে জানতে চাইবনা,
তোমরা কেমন আছ।
আমি আর ভাববনা কেন,
আমাকে একা করে চলে গেলে সব,
কোথায় পালালে,
জিজ্ঞাস করবনা।
স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,
করবনা নিরব চিত্কার, ভাববনা কোনো কিছু, কাউকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।