জীবনের জন্যই এই সব কথামালা আমাদের জনপদ থেকে বেড়িয়ে গেছে দুটো রাস্তা একটাতে আমাদের জীবনাচরণ, আরেকটার পথ রুদ্ধ ওই রাস্তা ধরে স্বপ্নরা খেলা করে স্বপ্নদের সাথে চলা হয়না আমাদের, স্বপ্নরা অন্যরকম আজীবন বিদ্বেষ আমাদের প্রতি, হয়না সমঝোতা। আমাদের পথ কন্টকাকীর্ণ, আমরা ধূলোতেই পড়ে থাকি ধূলো আমাদের চোখ মুখ ছোয়, আমাদের নিশ্বাস হয় আমরা আরেকটু ধুলো মাখা নিশ্বাসের জন্য অপেক্ষায় থাকি আমরা তবুও মুক্ত বায়ূর কথা ভাবিনা, ওসব স্বপ্নদের। স্বপ্নরা অন্য কেউ, অন্য কারো ; আমাদের আপন না। আমাদের মনে কোন আকাঙ্ক্ষা, আশা থাকেনা আমরা অহর্ণিশি জল আর ধূলোর মতো বেচে থাকি জীবন, সমাপ্তির পথ ছুয়নি বলেই এখনো জীবন; আমরা একটা পাথর খন্ডের মতো আলগা পড়ে আছি ওই রাস্তায় স্বপ্নরা আকাশ ছোয় আমরা শুনতে পাই - পাথর খণ্ডকে ঢিল ছুড়ে আকাশ দেখানোর কেউ থাকেনা। আমাদের রাস্তাজুড়ে প্রচন্ড কোলাহল, চিৎকার কেউ ধুকে মরছে, কেউ মরণকে গভীর ডাকছে; আমরা ধুকে মরার দল বিচ্ছিন্ন রই, একান্ত দুঃখ অনুভবে। এখানে পৃথিবীর একই রুপ, নিঃশেষের পথ । স্বপ্নদের মতো বেচে থাকার উচ্ছাসে আমরা সুর মেলাইনা উচ্ছাসহীন, ধুকে মরাদের কন্ঠে সুর বেড়োয়না। আমরা স্বপ্নহীন, ধূলোর রাজ্যে ধুকে ধুকে বাচি! আমার 'খোলা জানালা'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।