ধিক্কার তাদের যারা স্বার্থপরতা, বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতায় মানুষকে পরাজিত করতে চায়.....
স্বপ্নহীনতায় দীর্ঘদিন ভূগছি
তবু স্বপ্নবালক হয়ে স্বপ্নচূড়ায় দাঁড়িয়ে
প্রতিক্ষায় থাকি! কখন স্বপ্নের মতো একটু সুখ নয় শান্তি
হাতছানি দিয়ে কাছে ডাকবে।
আমি স্বপ্ন দেখি !
সেটুকুই যা চাওয়ার বিন্দুর মাঝে থাকে
হয়তোবা পাওয়ার বৃত্তের বাইরে।
কিন্তু ভূলবশতঃ বিন্দুটাও আমাকে এড়িয়ে চল
বৃত্ততো অনেক দূরে দাঁড়িয়ে অট্টহাসি হাসে।
আমি স্বপ্ন দেখি!
খুব বেশি কিছু না
একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকতে
যেখানে কোন স্বার্থপরতা, অহমিকা কিংবা বিশ্বাসঘাতকতা নেই
কিন্তু আমার সমাজ সেটার বলি হয়ে দাঁড়িয়ে যায় বিপক্ষ নিয়ে।
এখন আমি সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখা ভুলে গেছি
ভুলে গেছি স্বপ্ন দেখে হতাশা ক্রয় করা।
স্বপ্ন ছেড়ে স্বাভাবিক হতে চাই
তবুও স্বপ্ন আমাকে ডেকে নিয়ে যায়
তার সর্বোচ্চ সীমা স্বপ্নচূড়ায়।
এখন আমি স্বপ্ন, হতাশা
কিংবা সুখ নয়
শুধু একটু শান্তি চাই..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।