আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নহীন হৃদয়,,,,,,,,,,,,,



তোমায় যে দিন বলেছিলেম ভালোবাসি ভাবিনি দেখবো কোন স্বপ্ন তোমায় নিয়ে অথবা গাঁথবো কোন মালা তোমায় পরাবো বলে, সবই ঘটে গেলো অগোচরে।। ভালোবাসি তোমায় তাই বুঝি স্বপ্নরা উকি দিয়ে যায় মনে ভাসিয়ে নিয়ে যেতে চায় আমায় তোমার কাছ দুহাতে আলিঙ্গন করতে চায় তোমায় পেতে চায় তোমায় একান্ত করে, এক অদেখা টানে অবিরাম ছুটে চলি তোমার পানে।। কিন্তু এই ছুটে চলায় যে কাটাঁ বিছানো আছে বুঝিনি আমি ভাবিনি স্বপনগুলো পাবেনা কোন প্রাণ, মালা শুকিয়ে পরে রবে পথে, পাবে না কোনদিন তোমার নাগাল।। স্বপ্নহীন হৃদয় দেখেছিলো একটিই স্বপ্ন তোমাকে কাছে পাওয়া একটু ইচ্ছাই ছিলো সে স্বপ্নে যা ভেঙ্গে গেলো খুব সহজে, আর এই হৃদয় ভুলে গেলো দেখতে কোন স্বপ্ন নতুন করে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.