আমাদের কথা খুঁজে নিন

   

=স্বপ্নহীন জীবন অথবা মৃত্যু

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আমি বিগত দিনের কথা বলছি যখন আমার নিরব এক মৃত্যু ঘটেছিল! ত্রিশীয় শেষ দিনের ঠিক কয়েক ঘন্টা আগে; আমি স্বপ্নহীন জীবন অথবা মৃত্যুর কথা বলছি। মনভূমের কর্ষিত বীজতলা প্রস্তুত ছিল সে তো বহু দিন; বহু রৌদ্র-ছায়ায় আমি বীজ বুনেছিলাম 'জ্যোতি'র আবাদে পল্লবিত হলো সকল শাখা-ডাল-পালা; আমি চুড়ায়িত হলাম জ্যোতির্ময় পাখালীর বিমুগ্ধ কলরবে ক্ষুদ্র আমার জীবনের সর্বোচ্চতায় শিখরিত স্বপ্নীল হিমালয়ে। ধ্বসে পড়া পার্বতী বরফের সাথে তুলনা হতে পারে স্বপ্নের নিঃশব্দ ভাঙ্গনের! আমি জানি না আগামী দিন কেমন হবে মুকুটহীন রাজার স্বপ্নীল দিন সে কি নতুন জীবন? না কি সমাপনি হাতে গোণা? শুধু জানি চলতে হবে আর জানি বলতে হবেঃ "সকল প্রশংসা কেবলি তোমার"। হে মহীয়ান! আমি প্রশংসাকারী হব চিরদিন উতলা আমার অন্তর দহনে দাও ছুঁড়ে কিছু প্রশান্ত অনুদান। ১০.০৬.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.