আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে (পর্ব ১০ ) -- বগুড়া > ২ ( মহাস্থানগড় ,মহাস্থানগড় জাদুঘর, মানকালীর কুন্ড, জিয়ৎ কুন্ড গোবিন্দ ভিট)

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে বগুড়া কিভাবে যাবেন , কই থাকবেন টা দেখুন পূর্বের পর্বে বাংলার পথে ( পর্ব ৯ ) -- বগুড়া শহর বগুড়া শহরের যেখানেই থাকুন না কেন লোকেশনগুলোর নাম বললেই টমটম অর্থাৎ ব্যাটারির গাড়ি বা ভ্যান গাড়ি দিয়ে চলে যেতে পারবেন । * এই পর্বে উত্তর দিক থেকে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য স্থানগুলো দেখানো হোল ----- আগামী পর্বে দক্ষিন উত্তরে প্রথম চলে আসুন সুলতান সাহেবের মাজারে , তিনি সদুর বল্লখদেশ থেকে এখানে এসে রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রচার করেন । আগে কটকটি কিনুন , , মহাস্থানের বিখ্যাত কটকটি এবার উপরে চলুন , এটাই মাজার , এটার পিছনে একটা বরই গাছের সামনে বড় পাথর আছে যেটা খোদার পাথর ভিটা নামে পরিচিত । মানকালীর কুন্ড জিয়ৎ কুন্ড - কথিত আছে সুলতানের সাথে যুদ্ধের সময় রাজা পরশুরাম তার মৃত সৈন্যদের এই কূপে ফেললে তারা জীবিত হয়ে যেত , এই খবর পেয়ে সুলতানের নির্দেশে শকুন কূপের পানিতে মাংসের টুকরা ফেললে কূপটি তার ক্ষমতা হারায় কাটা দুয়ার এবার একটু দূরে মহাস্থানগড় জাদুঘর সারি সারি দরজা গোবিন্দ ভিটা একটা ম্যাপ পুরোটা জায়গাই মহাস্থান , তবে এখানে সাইনবোর্ড করতোয়া নদী আগামী পর্বে - বেহুলার বাসরঘর ও মোহাম্মাদ আলি প্যালেস মিউজিয়াম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.