মানুষ হবার ইচ্ছে আমার কোনোকালেই ছিলো না। তীব্র শীতে কেন কেউ খোলা আকাশের নীচে থাকবে, কিংবা পৃথিবীটাকে বুঝে উঠবার আগেই কেন কাউকে ক্ষুধার কষ্ট পেতে হবে - এসব নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। তারচেয়ে বরং আমার আগ্রহ শহরের রাস্তার জেব্রা ক্রসিঙের জন্য বেশি। ছেলেবেলার হারিয়ে যাওয়া আড়াআড়ি ক্রসিঙগুলো খুঁজতে খুঁজতে পরাজিত আমি - এখন আর নিজেকে মানুষ বলেই মনে করি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।