আমাদের কথা খুঁজে নিন

   

জেব্রা ক্রসিং

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

আজ অনেক তারায় চড়েছি জোনাক থোকার ভিতর মহুয়া গন্ধের নদী কাছে টেনে নিয়ে ডুবিয়ে নিয়েছে, নদীর গভীর তলদেশে ঝিনুকের চোখে বিলীন হয়ে দেখেছি হাড়ের অভ্যন্তরে কাঁপনের ঢেউ। মাতাল স্নান ঘাটের পাশে পড়ে থাকা নূপুরে একা একাই বেজেছি। ধ্রুবতারার দেহ থেকে খুলে নিয়েছি আলো সংহারকের তীরবিদ্ধ শরীর। তুমি কোন পানশালায় জরির ওড়নাতে আমারই ছায়া ধারণ করে নেচে চলেছো? নৃত্যময় যেকোন পানশালায় আমার দেহভেজা গন্ধের পাপড়িরা ওড়ে মগজরান্নার ঘ্রাণে। ঘুরে ঘুরে দেখে নৃত্যশীল জগতের সঙ্গম। মিথুন উল্লাসের হেরেমে অবহেলায় পড়ে থাকা টুকরো টাকরা বিষাদের শ্লোক কুড়িয়ে ফিরে আসে অন্ধরেহেলে। হে অনেক তারা, আজ আমার বৃক্ষতমার পাতকীমন অভিসারে যাবে। তাকে গুলবাগিচার পথে জোনাকালোয় জেব্রা ক্রসিং চিনিয়ে দিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.