নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই [জামায়াতে ইসলামী দাবী করে তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের অনেক কার্যক্রম সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক (অন্তত আমার কাছে মনে হয়েছে)। সেই বিষয়গুলিই আমি তুলে আনার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে সবাই সঠিক মতামত দিবেন। ]
৭১ পরে জামায়াতের সবচেয়ে বড় অর্জন হলোঅর্থনৈতিক ভাবে শক্তিশালী হওয়া।
অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা দেশে মোটামুটি সুনামের সাথে কাজ চালিয়ে যাচ্ছে। জামায়াত প্রতিনিয়তই যে অভিযোগ করে তার মধ্যে অন্যতম হলো তারা মিডিয়া সন্ত্রাসের শিকার। হয়তো এ কারনেই জোট সরকারের সময় তারা "নয়া দিগন্ত" নামে দৈনিক পত্রিকা এবং "দিগন্ত" নামে টেলিভিশন চ্যানেল চালু করে।
জামায়াতের প্রধান টার্গেট বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হলেও পত্রিকা এবং চ্যানেলে তার সামান্যতম প্রতিফলনও দেখা যায় না। পত্রিকাতেও প্রথমআলোর নকশার মতো অর্ধনগ্ন নারীদের দেখা যায়।
আর চ্যানেলে শুধুমাত্র সংবাদ পাঠিকারা হিজাব পরে সংবাদ পাঠ করেন। সংবাদ পাঠের জন্য মহিলাদেরই কেন আসতে হবে সে প্রশ্ন না হয় করলামই না। প্রতিদিন রাত ১০টার পরে ব্যান্ড সংগীত বা অনুরোধের আসর টাইপের অনুষ্ঠান প্রচারিত হয় যেখানে দেশের স্বনামধণ্য শিল্পিগন গান পরিবেশন করে থাকেন।
তারা প্রতিনিয়তই সাধারন লোকের কাছে বলে যাচ্ছে বাজনা সহ গান হারাম, অথচ তাদেরই চ্যানেলে সেটাই প্রচার করছে। পত্রিকায় ফ্যাশন বা বিভিন্ন উপলক্ষে অর্ধনগ্ন নারীদের ছবি প্রকাশ করছে।
এগুলি কতটুকু ইসলাম সম্মত?? নাকি তারা নিজেদেরকে মডারেট মুসলিম নামে নবধারার মুসলিম হিসেবে পরিচিত করতে চাচ্ছে??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।