এক সময় নির্বাচনে জয়ের জন্যে মুক্তিযুদ্ধে রাজাকার, আল-বদরের দল খুনি জামায়াতের সাথে জোট করেছিল বিএনপি। সেই বিএনপি এখন জামায়াতের কথায় উঠে বসে। অথচ এই দলের প্রতিষ্ঠা একজন মুক্তিযোদ্ধা! অবশ্য মুক্তিযোদ্ধা হলেও জিয়া ছিলেন রাজাকারদের পরম বন্ধু। তিনিই দেশে রাজাকারদের পূনর্বাসনের ব্যবস্থা করেন। সেনা বাহিনী থেকে মুক্তিযোদ্ধা অফিসারদের 'কোর্ট মার্শালের' নামে ছাটাই করেন।
কাউকে কাউকে বিনা বিচারে হত্যা করা হয় সেই কোর্ট মার্শালে।
সেই জিয়ার স্ত্রী খালেদা জিয়া রাজাকার, আল-বদরদের সাথে ঘনিষ্টতা গড়ে তুলবে সেটাই স্বাভাবিক।
কিন্তু জিয়া একটা বড় দল গড়ে তুলেছিলেন। জিয়ার স্ত্রী সেই দলকে ধীরে ধীরে রাজাকারদের ক্রীড়ানক করে তুলেছেন।
আজ বিএনপি'র এমনই শোচনীয় দশা যে এক মাসেরও অধিক সময় আগে ঘোষনা করার পরও একটা মামুলী হরতাল পালন করার জন্যে জামায়াতের মুখের দিকে চেয়ে থাকতে হয়।
সত্যি, বিএনপি'র জন্যে খারাপ লাগে। সব বিষয়েই যদি বিএনপি রাজাকার জামাতের কথায় চলে, তাহলে বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শনটা কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।