আমি বর্তমানে চাকুরীর সুবাদে ঢাকা থাকি প্রায় ৩ মাস থেকে । এর আগে চট্টগ্রামেই ছিলাম । ব্যক্তিগত কাজে চট্টগ্রাম যাচ্ছিলাম গত সপ্তাহে । বাসে সীট ছিল একদম সামনে । নদ্দা থেকে উঠে দেখি পাশের সীটে একটি মেয়ে তার পিচ্চি ছেলেকে নিয়ে বসে আছে ।
একে মেয়ে তার উপর পিচ্চি..একটু বিরক্ত ই হলাম ।
যা হোক ভদ্রতা করে হাই হ্যালো করলাম । কথায় কথায় অনেক কথা হল । মেয়েটার বয়স অনেক কম এবং খুব সাদাসিধে-সরল মনের মেয়ে ।
প্রেম করে বিয়ে করেছে ।
শশুর বাড়ি চট্টগ্রাম । শশুর বিদেশ থাকে । শাশুড়ী খুব কড়া । বাসার সব কাজ একা হাতেই করতে হয় । বাচ্চাও মানুষ করতে হয় ।
জামাই কেবল এইচ এস সি পাশ করেছে । হঠাৎ সংসারের কারণে আর পড়ালেখা করে নাই । দুজন দুজনকে খুব ভালবাসে । কিন্তু চট্রগ্রামের রান্না বেচারী খেতেই পারে না । এ নিয়ে শাশুড়ীর কোনো মাথাব্যাথা নাই ....তিনি আছেন ছেলের শশুরবাড়ী থেকে কি পেলেন আর ছেলেকে পারিবারিক ভাবে বিয়ে দিলে আরও কি পেতে পারতেন এই চিন্তায় ।
আমি অনেকদিন চট্টগ্রামে ছিলাম তাই জানি এই মানসিকতার কথা । এই মানসিকতার জন্যই পারিবারিক সমস্যাগুলো ব্যাপক আকার ধারণ করছে । এ ব্যাপারগুলো আমিও অপছন্দ করি । কিন্তু মজার ব্যাপার হল আমি তাকে চট্টগ্রামের পক্ষ নিয়ে বুঝালাম যে এগুলো সাময়িক সমস্যা এবং সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে ................ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।