পঁচা মানুষ "সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থঅ পুনর্বহালের বিল তুললে বিএনপি সংসদে যাওয়ার কথা ভাববে" বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকরে বক্তব্য এটা। হঠাঁৎ করে তিনি সংসদে যেতে চাচ্ছেন আবার যাওয়ার জন্য শর্ত জুরে দিচ্ছেন, ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছিল না। পরে একজন বুঝিয়ে বলল যে এবার নাকি সংসদে না গেলে তাদের সাংসদদের অনেকেই বাউন্ডারি পার করবেন মানে ৯০ কার্যদিবসের সীমানা পার করবেন। বুঝলাম সংসদ সদস্যপদ বাঁচানোর জন্যই ভূতের মুখে রামরাম। সরকারের ব্যার্থতা তুলে ধরা, তত্তাবধায়ক সরকার পূণর্বহাল বা জনদূর্ভোগের কথা তুলে ধরা কোনটাই তাদের উদ্দেশ্য নয়। তা বাবা সদস্যপদ বাচানোই যেহেতু মনোবাসনা তবে কেন আবার শর্ত জুড়ে দেয়া। আপনারা যে সংসদে যাবেনই তাতো জনগন বুঝে, নাকি? কতদিন যে আপনাদের মত রাজনীতিবিদরা জনগনরে বলদ ভাববেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।