আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল গাণিতিক জীবনে বিরাম চিহ্নের প্রবেশ । রহস্যের মতো লাগে সাহিত্য নামক অখন্ড বিশ্ব... অদ্ভুত সবকিছু , অঙ্ক আর সাহিত্য ; হিসেব কষে লেখায় আকাশ ছোঁয় মানুষ । যেখানে একেবারে একা----- অথচ এই গোলক ধাঁধায় ঝুলতে থাকে শ্বাস-প্রশ্বাস ; কমার পরে সেমিকোলনে যাবে নাকি কোলনে : ভেবে পায়না অক্সিজেনের সিন্দুক (!) প্রশ্ন দিয়েই তো শুরু জীবনের অঙ্ক (?) একেকটি মাইলষ্টোন পার করে এসে কোন হিসেবের যোগ-বিয়োগে সমান চিহ্ন হয় ? একই প্রশ্ন নিয়ে যাত্রা থামানো । একইসাথে প্রশ্ন আর ফুলষ্টপ (!) হাস্যকর লাগে এই সাজানো সাহিত্য এবং হিসেব । এন্টিগোনিশ , কানাডা ১২ মে , ২০১১ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।