আমাদের কথা খুঁজে নিন

   

সরকার চিন্তিত নয়.....বিরোধীদল ধিক্কা এবং যথারীতি ফেলানী-রাশেদদের লাশের মিছিল্র

১ . সীমান্তে একের পর এক পৃথিবীর অন্যতম জালিম বাহিনী ভারতের বিএসএফ কর্তৃক গুলিতে বর্বর হত্যাকান্ডের ঘটনায় সরকার খুব বেশি চিন্তিত নন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরো বলেন, দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। এসব ঘটনা প্রায়ই ঘটছে। শুধু আজই নয়, অতীতেও এমন ঘটনা ঘটছে। এগুলো রাষ্ট্রীয়ভাবে বিচারযোগ্য কোনো বিষয় নয়।

এ নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়। আর সব কাজ ফেরে রেখে শুধু এদিকে দৃষ্টি দেবার প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না। ২. সীমান্তে বাঙ্গালী নির্যাতন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পদলেহী ও নতজানু অবস্থানকে ধিক্কার দেই। ৩. কলকাতায় ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বিএসএফ-এর কলঙ্ককীর্তির সাফাই গেয়ে বলেন, সীমান্তে এমন ঘটনা প্রায়ই ঘটে। এটাকে অযথা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে লাভ নেই।

সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানীর লাশ ঝুলে কাঁটা তারে, গুলিতে ঝাঝঁরা হয় রাশেদ আর বর্রবরতার শিকায় হয় লুতফর রহমান। উপরের তিন বিশিষ্ট ব্যক্তিবর্গের মন্তব্য যার যার আত্মপক্ষ। আমাদের পক্ষ কে? আমাদের পক্ষ থেকে মন্তব্য কে দিবে? কে দিবে আমাদের বোন ফেলানী জীবন আর ভাই রাশেদ এর অমূল্য প্রাণ সেলিম খানকে নগ্ন করে পিছমোড়া করে হাত বেঁধে তার মধ্যে বাঁশ ঢুকিয়ে ব্যাপক মারধর করার প্রতিবাদে কে রুখে দাঁড়াবে? কে আসবে আসল মুক্তির লক্ষ্যে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.