কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। ডাইনী বুড়ি ডাইনি বুড়ি, তাজা রক্ত খাও? রক্তে কি স্বাদ পাও? গরীবের রক্ত! তাও? ডাইনী তুমি হোৎকা পেটুক, খাও দল নিয়া পাও যেথা যেটুক। দেশের চোখে দিচ্ছ ধুলো জনগনকে দেখিয়ে মুলো। তবে যে ভারী গা বাঁচিয়ে পুটুস পাটুস চাও? ডাইনী তুমি তোমার সঙ্গে আঁড়ি আমার যাও। ডাইনী বুড়ি বাদরমুখি, দিতে হবে শোধ, বেকুব মূর্খ নিয়ে তোমার মন্ত্রী পরিষদ। যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে জনগনকে বানিয়ে বোকা, যা বুঝে আজ কচি খোকা। দোহাই তোমার ত্যানা ইস্যুর একটু ক্ষ্যামা দাও। ডাইনী বুড়ি তোমার কি নাই একটু মরার ভয়? এত লোককে মারতে পারো যুদ্ধাপরাধী কেন নয়?? তোমার দুটি পায়ে পরি, একটু ফিরে চাও ত্বরিঘরি করে এবার রাজাকারের রক্ত খাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।