আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের সুখ কি আর আসবে না?

সাগর সরওয়ার

সাক্ষাত্কার সন্তু লারমার সাক্ষাতকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) জার্মান আর্ন্তজাতিক বেতার ডয়চে ভেলেকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, আমার আন্দোলন ব্যর্থ ছিল না৷ আর এ কারণেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ পুরো সাক্ষাত্কারটি শুনতে ক্লিক করুন এক প্রশ্নের জবাবে সাবেক এই গেরিলা নেতা জানিয়েছেন, তাঁর দল জনসংহতি সমিতি এবারের সাধারণ নির্বাচনে অংশ নেবে৷ কোন জোটের সঙ্গে নয়, স্বতন্ত্র ভাবে৷ তিনি বলেন, প্রায় ১১ বছর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ যে সময়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই সময়ে বেশ কিছু ধারা বাস্তবায়িত হলেও অনেক বিষয়ই এখনো বাস্তবায়িত হয়নি৷ কার্যে পরিণত হতে পারে নি অনেক মৌলিক বিষয়৷ চুক্তির আগের পরিস্থিতি ভালো না বর্তমান পরিস্থিতি ভালো? এই প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, চুক্তি স্বাক্ষরের আগে ও পরে আমি কোন পরিবর্তন দেখি না৷ চুক্তি বাস্তবায়নের ব্যাপারে যা কিছু হওয়ার তা শেখ হাসিনা সরকারের সময়েই হয়েছে৷ কিন্তু এর পরবর্তীতে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে, তাদের আমলে চুক্তির কোন ধারা বাস্তবায়িত হয়নি৷ চুক্তির অগ্রগতি হতে পারেনি৷ বরং সে সময়ে বিভিন্ন বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, জানান সন্তু লারমা৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।