আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের উপর স্টেডিয়াম

আমার ব্যক্তিগত ব্লগ

[নতুন ব্লগে নতুন পোস্ট লিখছি, আর কি কি সুবিধা যোগ হয়েছে দেখছি] গোটা দার্জিলিং শহরটাই মনে হয় ২৫০০ মিটার উচুতে। এখানে সব সময়ই মেঘেরা খেলা করে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের খাদে, গায়ে লেগে আছে বাড়িঘর। এর মধ্যেও যে এতো বড় স্টেডিয়াম থাকবে ভাবা কঠিন।

স্টেডিয়ামের একপাশে গভীর খাদ নিচে চলে গেছে। অন্য পাশে পাহাড়। দুই পাশে গ্যালারী। পাহাড় থেকে ধাপে ধাপে নিচে স্টেডিয়ামে নামার সময় লক্ষ্য করলাম, আমরা আসলে বিশাল এক গ্যালারীর সবচেয়ে উপরে আছি। এই সিঁড়ি বেয়ে নিচে নামলে মাঠ।

ভাবছি বল খাদে পড়ে গেলে তো গেল..। এমন সময় গোল গোল চিৎকার আর হাততালি। দেখলাম কারা যেন খেলছে। গোল হয়েছে আর আমাদের সহযাত্রিরা হাত তালি দিচ্ছে। খেলোওয়াররাও একবার মুখতুলে দেখে নিল নতুন অতিথিদের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।