অবশেষে অশান্ত পার্বত্য চট্টগ্রামর ওপর লেখা আমার প্রথম বইটা একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে! 'রিপোর্টারের ডায়রি: পাহাড়ের পথে পথে'। ...
অনেক বছর ধরে পাহাড়ে, বনে-বাঁদাড়ে ঘুরে ঘুরে অনেকটা জীবন ক্ষয় করে যে বিচিত্র অভিজ্ঞতা অর্জন হয়েছে, তারই কিছু নিয়ে সাজানো হয়েছে এই বইয়ের অক্ষরমালা।
দেড় দশকেরও বেশী সময় ধরে পাহাড়ে তথ্য-সাংবাদিকতা করতে গিয়ে শান্তিবাহিনী-সেনা বাহিনীর যুদ্ধ, সাবেক গেরিলা নেতা সন্তু লারমার হাইড-আউট, গণহত্যা, ত্রিপুরার শরনার্থী শিবির, কল্পনা চাকমা অপহরণসহ নানা ঘটনার মুখোমুখি হতে হয়েছে।
একজন রিপোর্টার যে সব কথা তার নৈর্ব্যাক্তিক রিপোর্টে বলতে পারেননি, তা-ই বলার চেষ্টা করা হয়েছে ছোট্ট এই বইটিতে। সংবাদ-নেপথ্য কথন নিয়ে সাজানো হয়েছে এই বই; এটি একই সঙ্গে রিপোর্টারের জার্নালও বটে।
বছর পনেরো ধরে একটু একটু করে লেখা হচ্ছিলো এই বই। আর বছর দুয়েক আগে নিজেস্ব বিভিন্ন নোট ও স্মৃতি হাতড়ে, নানান জনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পর বাস্তবে এই কাজে হাত দেওয়া হয়।
বইয়েরই লেখাগুলো পুনর্লিখনে আমাকে সহায়তা করেছেন সহব্লগার, কবি মাহবুব লীলেন।
এক কথায় বইটির একটি চমৎকার প্রচ্ছদ করে দিয়েছেন সহব্লগার আহমেদ অরূপ কামাল।
বন্ধু রাজীব নূর, পাঠসূত্র প্রকাশনী প্রকাশ করেছেন এই বই (মেলায় পাঠসূত্রের স্টল নং-৩৫৪)।
পেপারব্যাক বইটির দাম ৮০ টাকা।
বলা বাহুল্য হবে না যে, এই বইয়ের প্রধান টার্গেটগ্রুপ যেহেতু আদিবাসী পাহাড়ি জনগণ, তাই লক্ষ্য রাখা হয়েছে দাম যেনো তাদের হাতের নাগালে থাকে; তাই ইচ্ছে করেই এর কলেবর বৃদ্ধি করা হয়নি।
ইচ্ছে আছে, কিছুদিন পর এর সব লেখা অন্তর্জালে প্রকাশ করার।
সবার আন্তরিক শুভ কামনা প্রত্যাশা। জয় হোক!!
---
রিপোর্টারের ডায়েরি: পাহাড়ের পথে পথে
প্রচ্ছদ: আহমেদ অরূপ কামাল
দাম: ৮০ টাকা
প্রকাশক: পাঠসূত্র (বই মেলায় স্টল নং-৩৫৪)
---
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।