আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের সংবাদকর্মীরা........

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

পার্বত্য চট্টগ্রাম। অসাধারণ সুন্দরী একটি অঞ্চল। এর নজরকাড়া সৌন্দর্য যেমন বিমোহিত করে অনেককেই,আবার এর ভেতরের নানা রাজিনিতক সংঘাত বিভ্রান্তিও ছড়ায় সারাদেশে,সারাবিশ্বে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা রাজনীতি-কূটনীতি সবসময়ই সচল ছিলো। এর দায়ও কারো একার নয়।

রাষ্ট্র-নাগরিক-প্রশাসন সবাই, দায়ভার কারো কম নয়। এনিয়ে লেখালেখিও অনেক,কোনটা সত্য,কোনটা অর্ধসত্য আর কোনটাতে সত্যের লেশমাত্র নেই। তবু এই জনপদ নিয়ে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। কেউবা গবেষনার জন্য,কেউবা উন্নয়নের জন্য আবার কেউ কেবলই জানার জন্য,কেউ কেউ আছেন কেবল ধান্ধার জন্য ! সেটা ব্যতিক্রম। তবে নানা চাপ আর ভীতির মাঝে প্রতিনিয়তই যুদ্ধ করে যারা পাহাড়ের সংবাদ পৌঁছে দেয় সারাদেশের মানুষের কাছে তাদের সম্পর্কে আগ্রহ আছে কতজনের ? পাহাড়ের সংবাদকর্মীরা কেমন আছে,সেটা জানতে চায় কতজন ! দু-একটি ব্যতিক্রম বাদ দিলে তিন পার্বত্য জেলায় প্রায় সকল সাংবাদিকই ওয়েজ বোর্ড পায়না,পায়না বলার মতো কোন বেতনও।

তাই কেউ কেউ গাছ-মাছ-বাঁশ ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে,কেউ কেউ পেশা ছেড়ে চলে যায় অন্যত্র,অন্য জীবনে। অথচ এই পাহাড়ে প্রতিদিনের সংবাদ সংগ্রহ যে তি কঠিন আর দুরুহ,বলাই বাহু্ল্য। এখনতো কোথাও কোথাও মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে,কিন্তু এখনো কাটেনি দূর্গমতা। তাই রাঙামাটি শহরে বসে বাঘাইছড়ি শহরের সংবাদ সংগ্রহ কতটা কঠিন,সেটা ঢাকায় বার্তাকক্ষে বসা শতকরা নব্বই জন বার্তা সম্পাদক/মফস্বল সম্পাদক জানেনা। অযথাই তাই গালি খেতে হয় অনেক সময়,আগের দিনের সংবাদ পরের দিন দেয়ায়,অথবা সংবাদ পাঠাতে দেরী হওয়ায়।

তবে পাহাড়ের সংবাদকর্মীরাও আশাবাদী.দিন বদলাবে...........চাই সবার সহযোগিতা। কিন্ত পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত যেকোন তথ্য পেতে যোগাযোগ করতে পারেন----কিছু সংবাদ কর্মীর সাথে- ১.সুনীল কান্তি দে,দৈনিক সংবাদ,রাঙামাটি-০১৮১৫৪৩৩১১৮ ২.একেএম মকছুদ আহমেদ,দৈনিক গিরিদর্পন,রাঙামাটি-০১৫৫০৬০৯৩৪২ ৩.হরি কিশোর চাকমা-দৈনিক প্রথম আলো,রাঙামাটি-০১৫৫০৬০৯৩০৪ ৪.সত্রং চাকমা-দৈনিক সমকাল-০১৫৫০৬০৮২১৭ ৫.ফজলুর রহমান রাজন,দৈনিক যায়যায়দিন,রাঙামাটি-০১৭৩২৪৯০৫৮৮ ৬.মুহম্দ আবু দাউদ,দৈনিক নয়াদিগন্ত,খাগড়াছড়ি-০১৫৫০৬০৬০৫০ ৭.প্রদীপ চৌধুরী,দৈনিক সংবাদ,খাগড়াছড়ি-০১৫৫০৬০৬০৮০ ৮.জীতেন বড়ুয়া,দৈনিক কালের কন্ঠ,খাগড়াছড়ি-০১৫৫০৬০৬০০২ ৯.আবু তাহের মোহাম্মদ,দৈনিক আমার দেশ-০১৫৫০৬০৬০০৮ ১০.ফরিদুল আলম সুমন-দৈনিক যায়যায়দিন,বান্দরবান-০১৯২৫৮৭৭১০০ ১২.সাদেক হোসেন চৌধুরী,দৈনিক সুপ্রভাত বাংলাদেশ,বান্দরবান-০১৫৫৮৩৯৮০১৬ ১৩.মনিরুল ইসলাম মনু-দৈনিক ডেইলী ষ্টার,বান্দরবান-০১৫৫৮৪৫৭৪১১ ১৪.বদরুল ইসলাম মাসুদ-দৈনিক সমকাল,বান্দরবান-০১১৯৫২০০৮৪৭ এছাড়াও অন্য সংবাদ কর্মীদের ফোন নাম্বার যেকোন প্রয়োজনে পেতে পারেনন,এইসব সংবাদকর্মীর সাথে যোযোগ করে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।