আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে (পর্ব ৮ ) -- নবাবগঞ্জ জমিদারবাড়ি ও ইছামতি নদী

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে ইছামতির পাড়ে নবাবগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন আর দেখে আসতে পারেন ৭ টি জমিদারবাড়ি । হে , ২-৩ কিমি এর মধ্যে রয়েছে ৭ টি জমিদারবাড়ি । তবে কয়েকটি সরকার লিজ দিয়েছে , , মানুষ বসবাস করছে , , আর কয়েকটা বিডিআর ব্যবহার করছে । এতে কোন সমস্যা নেই , , আপনি ঘুরে আসতে পারবেন । কিভাবে যাবেন নিজের গাড়িতে যেতে পারলে সবচেয়ে ভালো ।

গুলিস্তান গোলাপশাহ্‌ মাজার থেকে বান্দুরাগামি বাসে করে সোজা চলে যাবেন নবাবগঞ্জ বাজার ৫০ টাকার বিনিময়ে । বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাকে বললেই হবে জমিদারবাড়ি । ১.৫ থেকে ২ ঘণ্টা সময় লাগে যেতে । * একটা গুগল ম্যাপ দেয়া হল জজবাড়ি নতুন বাড়ি কোকিলপেয়ারি জমিদার বাড়ি বুদ্ধের গলাকাটা মূর্তি তেল বাড়ি / মঠ বাড়ি পাইন্না বাড়ি ম্যাপ *** ৬নং বিডিআর ট্রেনিং সেন্টার তাই ভিতরে যেতে দেয় নাই । ৭ নং একটু দূর আশেপাশে খোজাখুজি করে ক্লান্ত হয়ে যাই ।

তাই আর যাই নাই । * ইছামতি নদী কৃতজ্ঞতা "আনিসুজ্জামান রাসেল" সকলকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.