একটা চুটকি: একটা শহর যার প্রায় সবাই ঋনগ্রস্হ। সারাদিন বৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময় একজন পর্যটক আসলেন সেখানকার একটা হোটেলে আর এসেই তিনি দুটো একহাজার টাকার নোট কাউন্টারে দিয়ে বললেন রাখুন আমি রুম চেক করে আসি। হোটেল মালিক ঐ দু হাজার টাকা নিয়ে তাড়াতাড়ি গেলেন মাংশের দোকানের ধার শোধ করতে। মাংশের দোকানের কসাই ঐ টাকা নিয়ে গেল গরুর মালিকের ধার শোধ করতে। গরুর মালিক ঐ টাকা নিয়ে গেল গোখাদ্যের মালিকের কাছে ধার শোধ করতে। গোখাদ্যের মালিক বা দোকানদার ঐ টাকা নিয়ে গেল সেই হোটেলে যেখানে আগের রাতে ফুর্তি করেছিল সেই বাকি শোধ করতে। হোটেল মালিক ঐ টাকাটা কাউন্টারে রাখল যাতে আগত পর্যটক কিছু বুঝতে না পারে। এমন সময় ঐ পর্যটক রুম চেক করে এসে বলল কোন রুম পছন্দ হয়নি আর তার ২০০০ টাকা সে ফেরৎ নিয়ে চলে গেল। খেয়াল করুন কেউ কিছু আয় করেনি, তবু সবাই আপাতত ঋন মুক্ত! পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ দুনিয়ায় এভাবেই ব্যাবসা করে! (সুত্র: ইন্টারনেট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।