আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতির সংগা



এক প্রথিতযশা অর্থনীতিবিদ তার তরুণ শিক্ষানবীশকে নিয়ে বেরিয়েছেন বৈকালিক ভ্রমণে। পুঁথিগত বিদ্যায় ভদ্রলোকের খুব একটা আস্থা নেই, অর্থনীতির মত একটা গুরুতর বিষয় কি করে হাতে-কলমে শিখানো যায়, এই ভাবনাতেই মগ্ন তিনি। শুনেছেন খোলা হাওয়াতে নাকি মাথা বেশ পরিষ্কার হয়, এ কারণেই ছাত্রকে নিয়ে ঢাকা শহরের পার্ক পরিক্রমায় বের হওয়া। বেশ অন্যমনষ্ক হয়েই হাঁটছিলেন অধ্যাপক মহোদয়। অর্থনীতির অসংখ্য জটিল প্যাঁচ-ঘোচ নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ নিজেই প্যাঁচ খেয়ে পড়ে গ্যালেন।

ঢাকা শহরের পার্কগুলোর যা অবস্থা আর কি! কোন এক হতচ্ছারা প্রাকৃতিক কাজটা খোলা প্রকৃতির বুকেই সেরে রেখে গেছে। আর তাতেই পা পিছলে পড়ে এই দুর্ভোগ। কিন্তু গ্রেট মাইন্ড বলে কথা! বিদু্যৎ চমকের মত আইডিয়া খেলে গেলো মাথায়। ছাত্রকে হাতে কলমে অর্থনীতি শেখানোর এই তো সুযোগ! হাঁচড়ে-পাঁচড়ে উঠে পকেট হাতড়ে দেখলেন শ পাঁচেক টাকা আছে সাথে। ছাত্রকে ডেকে বললেন, "ভায়া, এই যে দেখছ দলা পাকানো এই হলদে জিনিসটা।

এটা যদি খেতে পারো, তবে তোমাকে পাঁচশ টাকা দিবো। " ছাত্র মহাশয় আবার অতীব সুবোধ বালক। গুরুর আদেশ বলে কথা, তার উপর আবার পাঁচশ টাকা উপরি লাভ, মন্দ কি? 'জয় বাবা মউদুদী' বলে চিরতার পানি গেলার মত এক ঢোকেই গলাধঃকরণ। কিন্তু বড়ই বিদঘুটে এ জিনিস। কিছু উপরি আয় হলেও আসল কম্ম তো কিছুই হলো না।

অধ্যাপক মশাই আবারো তো সেই মেীন হন্টনেই ফিরে গেলেন। কোন লেকচারও দিলেন না। ছাত্রের মেজাজটা হালকা ক্ষেপচুরিয়াস, বিষ্ঠার মত এমন বিদঘুটে জিনিস পেটে পড়লে অবশ্য তা হওয়াই স্বাভাবিক। কিছুদূর গিয়ে আবারো একই দৃশ্য। দলা পাকানো হলদে মল।

বেশ একটা দ্রষ্টব্য ব্যাপার হয়েই দাঁড়িয়েছে এটা আজকাল ঢাকার পার্কগুলোতে। সিপাহীকা ঘোড়ার মত ছাত্রের মাথায়ও এবার খেলে গেলো জটিল একটা বুদ্ধি। শোধ নেয়ার এটাই সুযোগ। এবার চ্যালেনজটা সেই ছুঁড়ে দিলো, "স্যার, এবার আপনি যদি খেতে পারেন, তবে আমি আপনাকে পাঁচশ টাকা দিব। " বেচারা স্যার কি আর করেন? মাথা পেতে নিলেন এই চ্যালেনজ, সেই সাথে পাঁচশ টাকাও পকেটস্থ করলেন।

ছাত্র বেচারা তখনও বেকুবের মত দাঁড়িয়ে, "স্যার, আমরা দুজনেই যে এভাবে অপরের ত্যাগের বস্তু ভোগ করলাম, এর সাথে অর্থনীতির সম্পর্কটা কোথায়?" স্বর্গীয় হাসিতে ভরে উঠল স্যারের মুখ, ঝিলিক দিয়ে উঠলো পান খাওয়া লালচে দাঁতগুলো, "আরে বোকা! এই যে আমাদের মাঝে এতক্ষন এক হাজার টাকার বিনিয়োগ হলো- এটাই তো অর্থনীতি। " আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক মহা পরিকল্পনাগুলো কি এরাই করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.