কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম আওয়ামীলীগ সরকারের আগের টার্মের শেষের দিকে অর্থাৎ ২০০০ সালের দিকে কথিত ঐকমত্যের সরকার যখন ক্ষমতা ছাড়ে তখন ঐ সরকারের যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তৎকালীন আওয়ামী অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সম্পর্কে বলেছিলেন- ''কিবরিয়া সাহেব দেশের অর্থনীতি ফুটো করে দিয়েছেন....'' এবারের আওয়ামী সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মাত্র তিন বছরেই কিবরিয়া সাহেবের ব্যর্থতাকে টপকে গিয়েছেন। শেয়ারবাজার, দ্রব্যমূল্য, জ্বালানীর মূল্যবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা, রিজার্ভের স্বল্পতা, রেমিটেন্স প্রবাহে ঘাটতি, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সমস্যা, গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইস্যুতে এই মুহিত সাহেবের শরীর দোলানো হেঁচকি তোলা হাসি অনেক আগেই ফিকে হয়ে গিয়েছে। তাই হয়ত কিছুদিনের মধ্যেই তাঁরই নিজ সরকারের বা দলের কারো মুখ থেকে বের হতে পারে- ''মুহিত সাহেব দেশের অর্থনীতিকে ঝাঁঝরা করে দিয়েছেন....'' দুটি সংবাদের লিংক- ১. অর্থমন্ত্রীর অর্থহীন কথায় সরকার বিব্রত ২. কেন্দ্রীয় ব্যাংকের অশুভ দৃষ্টান্ত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।