আমাদের কথা খুঁজে নিন

   

বোকা বোকা ভাবনা ১৫



বোকা বোকা ভাবনা ভাবতে ভাবতে অনেকদিন পর আবার কিবোর্ডে হাত রাখলাম। ইচ্ছেটা খুবই সৎ। আরেকবার সামুতে বোকা বোকা ভাবনা পোস্ট দেবো। তাই বলে যে এতদিনে আমি বেশ চালাক হয়ে গেছি তা নয়। বোকামি আমার আগের মতোই আছে।

তবে কিছুটা রং বদলেছে। অনেকবার চারপাশের মানুষদের কাছ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে একই রকম আচরণ দেখতে দেখতে বেশ গা সওয়া হয়ে গেছে ব্যাপারগুলো। কিন্তু তাই বলে যে বিষয়গুলো আমার মনে আর কোনো অনুরণন তোলে না তা নয়। একা একাই ভাবি। ভাবতে ভাবতে কোনো কূল কিনারা না পেয়ে ক্লান্ত হয়ে যাই।

তারপর আবার সেই একই কাসুন্দি। ভাবতে থাকি। তবে একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি ইদানিং। চোখে দেখা ভালো সব সময় ভালো নয়। এর মাঝে অনেকগুলো 'কিন্তু' লুকিয়ে থাকে।

আসলে আমার অনেক সমস্যা। মানুষ বুঝতে বড় ভুল হয়ে যায়। কেন যে এই বিষয়গুলো এখনও আয়ত্ত্বে এল না? অনেককেই তো দেখি তারা বেশ ভালো আছে, তেল দিয়ে, মেখে, চক চক করছে তাদের তৈলাক্ত মুখগুলো। এরাই খুব বেশি ভালো আছে। দিনগুলো তাদের বেশ ভালোই যাচ্ছে।

ভালো যাবে নাই বা কেন? যাদের জন্য এই তেল তারা তো একেক জন একেকরকম ধান্দায় ব্যাস্ত। ধান্দা পূরণ করতে গিয়ে তারা তো চায় কিছু তেল। নাহলে অন্য জায়গায় তাদের তেল দেয়ার যোগানটা তো ঠিক থাকবে না। চলুক.....যেভাবে চালাতে চায় সবাই, সেভাবেই চলুক। দিন গেলেই তো হলো।

আমারটাও যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.