‘হৃদয়ের এ কূল ওকূল দুকূল ভেসে যায়, হায় সজনী, উথলে নয়ন বারি....’
যাচ্ছিলো এভাবেই কেটে দিন, যেতো! এখন কেনো তবে তোমার ফিরে আসার সময় হলো। দিন তো আরো চলে গিয়েছে। কিন্তু আমি যে আর পারবো না। থাক না সেসব কথা। কাজ কি সেভাবে ভেবে, যেভাবে আমার দিন কাটাতে চেয়েছি, চেয়েছি যেভাবে সাজাতে তোমাকে, আমাকে, জীবনকে।
এখন কি আর সেভাবে ভেবে লাভ আছে? শুধু শুধু দুঃখ বাড়বে বৈ কমবে না। তোমারও না আমারও না। কিন্তু তাতে তো এরকম নয় যে ফিরে যাবার চেষ্টা করতে হবেই। থাক না, ‘এমনি করে যায় যদি দিন যাক না’।
ভালো করে ভাবার জন্য যে দিন, সেই দিন তো আর নেই।
নিজেকে গুটিয়ে নিয়ে নিজের সঙ্গে যুদ্ধ করার শেষ তো হয়েই গেছে। তবে কেনো আর এই অনর্থক চিন্তা। চলে যাক, দিন। আমরাও চলে যাই।
এখন তো আর চিন্তা করে লাভ নেই যে ‘তখন কেনো দিই নি আমার সকল শূণ্য করে!’ যে দিন যায় তা আর ফিরে আসে না।
আসতে হয় না। আসলেও তা আর আগের দিন থাকে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।