আমাদের কথা খুঁজে নিন

   

বোকা

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

................................................................................... -------ঐ বোকা কাঁদছিস ক্যান ?------- .................................................................................. ঐ বোকা ...... তোর কান্নায় কবে বৃষ্টি নেমেছিলো .... তোর কান্নায় কবেই বা বৃষ্টি থেমেছিলো .... তোর কান্নায় কবে যমদূত আদর্্র কণ্ঠে বলেছিলো .... এবার না ...পরের বার নিলে হয় না ..... তোর কান্নায় কবে বসন্ত এসেছিলো .... তোর কান্নায় কবে অত্যাচারীর খড়গ কেঁপেছিলো তোর কান্নায় কবে ডাকাতরা ডাকাতির অর্থ ফেরত দিয়েছিলো তোর কান্নায় কবে কঠোর মন নরম হয়েছিলো ........ তোর কান্নায় কবে আর সবাই কেঁদেছিলো ...... তোর কান্নায় কবে কার অনর্্তদৃষ্টি খুলেছিলো ? তোর কান্নায় কবে বিধাতা ডেকে বলেছিলো....... " ব্যাটা .... কাঁদিস না, ভরসা রাখ .....আমি আছি না ....." তুই ব্যাটা হাঁদা......বোকার হদ্দ ..... হুদাই কান্দছ.......... হেহ, আধুনিক পৃথিবীর মানুষের তোর কান্না বোঝার সময় কত ! ! !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.