স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............
"পৃথিবী হল ধোকার আস্তানা
ভালোবাসা হল বোকার আস্তানা
শরমী আর মামুন ভালোবাসার আস্তানার পোকা
মামুন শরমীর ভালোবাসায় বোকা
শরমী মামুন কে দিল ছ্যাঁকা
ছ্যাঁকা খেয়ে মামুন হল খোকা"
তিন বছর আগের ঘটনা, কি মনে করে জানি সকাল বেলায় আমার ভাইয়ের বন্ধু মামুন আর তার প্রেমিকা শরমী কে নিয়ে কবিতা টা লিখি। ভাইয়ার সাথে বিকেলে দেখা হলে বলি তার বন্ধু আর বন্ধুর বান্ধবী কে নিয়ে একটা ছোট কবিতা লিখেছি, কেমন হল। কবিতা টা নিয়ে পড়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি বললাম ভালো হয় নি? তোমার বন্ধুকে এটা দিয়ো। ভাইয়া বলল আজ সকালে সত্যি সত্যি শরমী মামুন কে ছ্যাঁকা দিয়েছে মানে সম্পর্ক নাই!! আমি তো অবাক বললাম কি বলল সত্যি??? বলল হুম!! আরো বলল তুই কি এমন কিছু হবে জানতি? আমি বললাম জানি না তো, কবিতা টা এমনি লিখেছি!!
হায়রে ভালোবাসা!!!!!!!!
৩/০৮/২০০৮ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।