স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট, যুক্তরাজ্যের ভবিষ্যতের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। ব্রিটেন একসময় ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকা পর্যন্ত সুবিশাল সাম্রাজ্য শাসন করতো। আর এখন তার নিজের সীমানাই হুমকির সম্মুখীন। গত মে মাসের নির্বাচনে, স্কটিশ ন্যাশনাল পার্টি নির্বাচিত হওয়ার পর, তারা ২০১৪ সালে স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করার কথা ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ড বিচ্ছিন্ন হবে কিনা এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে কিনা—এই ব্যাপারে গণভোট নেয়া হবে। এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সিদ্ধান্ত, যা স্কটিশরা ভোটের মাধ্যমে গ্রহণ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।