ব্যাংক অব ইংল্যান্ডের দ্বিতীয় মহিলা ডেপুটি গভর্নর হলেন নিমাত শফিক
সৈয়দ শাহ সেলিম আহমেদ-লন্ডন থেকে
ব্রিটেনের ব্যাংক অব ইংল্যান্ড ৩১৮ বছরের ইতিহাসে্র রেকর্ড ভেঙ্গে দিয়ে ব্যাংকের ডেপুটি গভর্নরের পদে একজন মিশরীয় বংশোদ্ভূত নিমত শফিক নামের মহিলাকে নিয়োগ দিয়েছেন। তিনিই ব্যাংকের এই সর্বোচ্চ পদে দ্বিতীয় মহিলা, যাকে মার্ক কার্ণি ব্যাংকের নতুন লাইন আপ-এ এই ব্যাংকার তরুণীকে নিয়োগ দিলেন।
বর্তমানে নিমত শফিক আইএমএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। আগামী আগস্ট ২০১৪ সালে মিস শফিক ব্যাংক অব ইংল্যান্ডের মার্কেটিং ও ব্যাংকিং বিভাগে যোগ দিবেন বলে ব্যাংক আজকে সংবাদ প্রকাশ করেছে।
মিস শফিক আলেকজান্দ্রিয়াতে জন্ম হলেও আমেরিকাতেই বড় হয়েছেন।
তিনি বিশ্বব্যাংকের সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্টের রোল নিতে চলেছেন এবং একই সাথে আইএমএফ-এর ১বিলিয়ন বাজেট পরিচালনা করছেন । বিগত ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিস শফিক ডিপার্টম্যান্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপম্যান্টের পার্মানেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
সিয়াটল কমো টিভি স্টেশন হেড কোয়ার্টারের সামনে ইউ এস কপ্টার ক্রাশঃদুই জন নিহত (ভিডিও)
যুক্তরাষ্ট্রের সিয়াটল কমো টিভি স্টেশনের হেড কোয়ার্টারের সামনে বিকট শব্দে ইউএস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়লে উন্মুক্ত রাস্তায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। হেলিকপ্টার ক্রাশের ফলে ঐ স্থানে রাস্তায় থাকা কারের মধ্যে আগুনে জ্বলসে দুই জন নিহত হন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সিয়াটল ফায়ার ডিপার্টম্যান্ট নিশ্চিত করেছে।
জানা যায়, ইউএস হেলিকপ্টার সিয়াটলের টিভি ষ্টেশনের ছাদের উপর ল্যান্ডিং করার সময় প্রচণ্ড শব্দে আগুন লেগে পাশের বিল্ডিং ঘেঁষে রাস্তার মধ্যে এসে পড়ে। তৎক্ষণাৎ দুজন মারা যান। রাস্তার কারের উপর হেলিকপ্টার এসে পড়ার সময় অন্য একজন কার যাত্রী কার থেকে বের হয়ে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করলেও তার অবস্থা আশংকাজনক বলে মেডিক্যাল ক্লিনিক সূত্র জানিয়েছে।
হেলিকপ্টার ক্রাশের এক ঘণ্টা পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। যুক্তরাষ্ট্রের সিয়াটল সিটি ও সিয়াটল সেন্টার পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান।
এখানে মিউজিক সহ নানা স্পোর্টস এক্টিভিটির জন্য সারা বিশ্বে ব্যাপক সমাদৃত এই সিয়াটল সেন্টার।
হেলিকপ্টার ক্রাশের ভিডিও লিঙ্ক https://www.youtube.com/watch?v=yfiAPc2b1qw।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।