যদি তুমি হারিয়ে যাও অনেক দূরে
তবু তোমাকে খুজিবার লাগি
মাইলের পর মাইল,মরূভুমির তপ্ত বালুর প্রখরে।
পায়ের পাতা পুড়ে যাবে
তবুও ছুটে যাব তোমার সন্ধানে,
পাহাড় পর্বতের চূড়ায় গেলেও তোমার কাছে
আমার দাবি পেশ করবো,
শেষে যখন ব্যর্থ ফিরবো
তখন আমার দেহ ক্লান্ত হয়ে পারবে
সেই মুহূর্তে ঝাপসা মেঘের মত এসে
আমার সমাধি হবে তোমার দেওয়া
এতটুকু স্নেহমাখা জন্মভুমির
দু"আচলা বালু মাটি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।