আমাদের কথা খুঁজে নিন

   

জন্মভূমি



বাংলা তুমি সত্তি এতো সুন্দর হলে কেনো ? পৃথীর সব সুন্দর তোমার কোলে যেনো ...... একপাশে যেমনি তোমার সাগরের তীর , অন্যপাসে টিলা ঘিরে করেছো যে নীর .......... তোমার মাঝে বাস করে স্বর্গ সুখ পাই , তাইতো আমারা চীরদিন বেচেঁ থাকতে চাই ............ বিধাতার বিদায় বানী বয়ে আসবে যখন , ছেড়ে যেতে হবে তোমায় কাদবে শুধু মন ............ পূর্ন জন্মে মানব হয়ে যদি আসি ফিরে , আবার আমি গড়বো বসত তোমার এই নীরে .................. ==========০===========

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।