আমাদের কথা খুঁজে নিন

   

জন্মভূমি

জীবন টা আসলে খুব সুন্দর জন্মভূমি দেখুন সম্পাদনা করুন লিখেছেনঃ অন্যরকম (তারিখঃ ২৩ অক্টোবর ২০১১, ২:২৬ পূর্বাহ্ন) আমি চিনি তোমাই হাজার বছর থেকে, আমি দেখি তোমাই আমার প্রতিটা পলকে, আমি খোজে পাই তোমাই আমার অনুভূতির প্রতিটা সৌন্দর্যে। আমি দেখি তোমাই সকালের সূর্যোদয়ে, সন্ধ্যার সূর্যাস্তে,রাতের জোসনাতে। আমি শুনতে পাই তোমাই ভোরের পাখির কণ্ঠে, বসন্ত কোকিলের শুরে, নদীর কুলু কুলু শব্দে। আমি ভালোবাসি তোমাই জন্ম থেকেই, ভালোবাসি বড় ভালোবাসি। তোমাই নিয়েই আমার যত আকুলতা, ও আমার জন্ম ভূমি বাংলা।

তোমাই নিয়েই আমার যত স্বপ্ন, তোমার স্নেহে আমার জীবন ধন্য। তোমার মাটির গন্ধে পেলাম অমৃত। তোমার সাথে আমার জন্ম থেকেই পরিচয়। । ।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।