আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
(বি.দ্র.- কবিতাটির আজ হতে প্রায় ১০ বছর পূর্বে (১৯৯৯/২০০০)বিজয়ের মাস ডিসেম্বরে লেখা।
পুরনো ডাইরি ঘাটতে গিয়ে পেয়ে গেলাম এবং আজ ১৬/১২/২০১০ তে প্রকাশ করলাম এই ডিজিটাল ডাইরিতে)
শত প্রতিভার জন্ম তুমি
শত মানুষের আশা
শত স্বপ্নের বিশ্বাস তুমি
আমার বাংলা ভাষা।
শত নবীনের প্রথম আলো
শত ধনিকের সুখ
শত শ্রমের সাক্ষী তুমি
শত দুখীর দুখ।
শত রক্তে রঙিন তুমি
শত শহীদের প্রাণ
শত মায়ের কান্না তুমি
১৯৭১ সাল।
শত সৃষ্টির স্রস্টা তুমি
আমার জন্মভূমি
তোমার কোলে জন্ম আমার
যেন তোমার কোলেই মরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।