আমাদের কথা খুঁজে নিন

   

মেঘবালিকা

মেঘ দেখেছ শুভ্র, কৃষ্ণ, ধূসর কিংবা নীল? মেঘের বাড়ি প্রসাদসম দিগন্তময় ঝিল। সেথায় বসে মেঘবালিকা অতল সাগর পানে তাকিয়ে থেকে কেবল ভাবে মিলব যে ওর সনে। কতদিনে হবে মিলন ক্ষণ গোনে সে সদা তাইনা দেখে মেঘবাবা তার বলে, কেন বাঁধা আছ তুমি মেঘের বাড়ি তাও কি বোঝনা? তুমি হোথায় হারিয়ে গেলে আমি যে অজানা। তোমরা আছ তাইতো আমার বিশাল কলেবর, লক্ষ-কোটি মেঘবালিকা মহাশক্তির আধার। যেদিন তুমি পড়বে ঝরে ঐ জলধির বুকে, সেদিন আমি মিলিয়ে যাব এই ছায়ালোক থেকে। ঊর্মি হয়ে নাচবে তুমি থাকব আমি মিশে পাথার সনে, চিনবেনা কেউ চির নিরুদ্দেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।