আমাদের কথা খুঁজে নিন

   

মেঘবালিকা

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা মেঘবালিকা আজ মেঘলা দিনে একি খেলা খেলছ তুমি মেঘ বালিকা ? মেঘের আঁচলে উড়িয়ে হাওয়ায়...। । এই অপরূপ মেঘের সাজে ডাকিস না আর এ অবেলায় । মেঘ বালিকা বৃষ্টি হয়ে ঝরিস রে তুই গাছের পাতায় আজ বাদলা দিনে ব্যাকুল আমি ভাবছি বসে, লাগলো বুঝি মিষ্টি ছওয়া চোখের পাতায় ! কোন আঁধারে লুকিয়ে ছিলি হারাই বুঝি ক্ষণে ক্ষণে । ।

মেঘ বালিকা বন্ধু হবি ? এই অবেলায় কোথায় রে পাই, জুঁই, চামিলি, গোলাপ, বকুল ওদের সনে ছিলি আমার সঙ্গী হয়ে । । বাস্ত ব্যাকুল, একটু ও সময় হয় না রে আর কোথায় গেল সেদিন গুলো স্বপ্ন বিভোর ! এই আমিটা পথ হারিয়ে বিজন বেলায় !!! খুঁজছি কেবল একটু ছায়া ছায়ার সাথে সঙ্গী হয়ে ঘুরি আমি সাঁঝের বেলা । । সেই সেদিনের ঝরা বকুল আজও আমায় করে ব্যাকুল ।

মেঘবালিকা মেঘের মেয়ে কেন তবে, বন্ধু হলি ? কেন রে আজ স্মৃতির ভেলা ভাসাই আমি নদীর স্রোতে, সকল খেলা সাঙ্গ করে রইবো আমি, ধান শালিক আর ওই মরালীর বন্ধু হয়ে হয়ে খুঁজিস না আর এই আমাকে বৃষ্টি ভেজা ঘাস ফুলেতে । । আমার হারিয়ে যাওয়া বন্ধুটির স্মরণে উত্সর্গকৃত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।