আমাদের কথা খুঁজে নিন

   

মেঘবালিকা এবং সে

একদিন আমাদের স্বপ্ন পূরন হবেই। বাংলাদেশ একদিন সোনার বাংলা হবেই।

ভোরের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে আমি হেটে গিয়েছি দূর থেকে বহুদুর। । কখনও পাখি ডাকা ভোরে হারিয়েছি নিজেকে দোয়েলের গানের সুরে, কখনও বা ঘাসের ডগায় জমে থাকা; শিশিরের মাঝে খুজেছি কাউকে।

। কখনও বা সাগরের নোনা বালির তীরে বসে দেখেছি জলের খেলা সাগরের জলেও আমি খুজে ফিরেছি কারও প্রতিচ্ছবি তবুও পাইনি খুজে তাকে। কোন এক স্বপ্নীল বিকেলে যখন আকাশে ভেসে বেরায় মেঘবালিকারা সেই মেঘবালিকাদের ভীড়েও আমি খুজেছি তাকে। আবারো ছুটে চলা নিরন্তর অজানার উদ্দেশ্যে গোধুলী লগনে অস্তরবির লালিমার মাঝেও খুঁজেছি তাকে তবুও পাইনি; রাতের আকাশের চাঁদ তারা আবারও আমায় দেখিয়েছে স্বপ্ন। হাতে হাত ধরে যখন সকলে গড়ে তোলে স্বপ্নের ইমারত তখন আমি খুজে ফিরি ধ্বংসস্তূপের মাঝে কারও স্মৃতির শেষ চিহ্নটুকু।

দখিনা সমীরণ,আকাশে ভেষে বেরানো মেঘবালিকারা, আমার হৃদয়ে বুলিয়ে যায় শান্তির পরশ; আবারও আমি লিখি স্বপ্নভঙ্গের কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।