তেঁতুল দেখলে জিভে পানি আসে। তেঁতুল আমাদের জিহ্বার সংস্পর্শে আনার দরকার হয় না। দশ হাত দূরেও যদি তেঁতুল থাকে তবুও আমাদের জিভে পানি এসে যায় অর্থাৎ জিভে লালা সঞ্চারিত হয়ে ওঠে। তেঁতুল ছাড়াও এমন কিছু খাদ্য আছে, যা আমাদের খুবই প্রিয়, তা' দেখা মাত্র আমাদের জিভে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জিভ হতে লালা ক্ষরণ হতে শুরু করে।
আমাদের জিভের এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে শর্তাধীন বা শর্তাপেক্ষ প্রকিবর্ত বলে। এখানে তেঁতুল শর্তের ভূমিকা পালন করছে। তেঁতুল চোখের সামনে দেখার পূর্বমুহুর্ত পর্যন্ত জিভে কোর রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। কিন্তু তেঁতুল চোখের সামনে আনলে বা দেখা মাত্র, জিভ থেকে লালা ক্ষরণ শুরু হয়ে যায়। অতএব, তেঁতুল এখানে "শর্ত" হিসাবে কাজ করছে।
অর্থাৎ তেঁতুল দেখলে জিভে লালা ক্ষরণ শুরু হবে, না দেখা পর্যন্ত প্রতিক্রিয়া সৃষ্টি হবে না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।