আমাদের কথা খুঁজে নিন

   

তেঁতুল করন

কাজী নজরুল বলেছিলেনঃ এরা নারী,এরা দেবী, এরা লোভী,এরা বহুরুপী একজনে তুষ্ট নয় যাচে বহুজন। এই কবিতা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আল্লামা শফী নারীদের তেতুল বলাতে এতো লাফালাফি? প্রধানমন্ত্রী কইলো মা বোন নাই? জলবায়ুর উপর নির্ভর করে পোশাক পরিচ্ছদ। সব দেশের পোশাক তো এক না। যেখানে বালুর ঝড় সেখানে তো মুখ ঢাকার ব্যবস্থা রাখতেই হয়।

হজ্জ করতে গিয়েছি বহুবার। মাথার ওপর উড়না দিয়ে রাখতেই হয়। ""তেতুল""কারণ ::::::: তেতুল যখন তার খোলস (পর্দা ) দ্বারা আবৃত থাকে তখন সেই তেতুল দেখলে কারো মুখে জল আসে না বা তার টক বৈশিষ্ট আকৃষ্ট করেনা। কিন্তু সেই তেতুল যদি খোলস (পর্দা ) ছাড়া থাকে ,তবে তা দেখলে সবার মুখেই একটু না একটু জল আসবেই এটাই প্রকৃতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে। ""মেয়ে""আর মেয়ে মানুষ :::::আল্লহ রাব্বুল আলামিন মেয়েদের গঠন করেছেন এত সৌন্দর্য আর রূপে যা বেপর্দায় (খোলস ছাড়া ) থাকলে ছেলেদের দৃষ্টি যাবেই ,ইভটিজিং হবেই ,ধর্ষন হবেই ,বেহায়পনা এবং চোখের জেনা & মনের জেনা হবেই।

এটাই প্রকিতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে। তাই মেয়েদের পর্দা করার গুরত্ব অপরিসীম এ বিষয়টি বুঝাতে গিয়েই তিনি তেতুলের সাথে মেয়েদের তুলনা করেছেন আর এটা অনেক যৌক্তিক একটা বিষয় বটে। আর এটা বুজার ক্ষমতা যাদের নাই তাদের দেখে খুবই কষ্ট আর লজ্জা হয়। ইসলাম কখনোই নারীজাতির অসম্মান করে নাই, নারী জাতির সঠিক মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম । ""তেতুল""কারণ ::::::: তেতুল যখন তার খোলস (পর্দা ) দ্বারা আবৃত থাকে তখন সেই তেতুল দেখলে কারো মুখে জল আসে না বা তার টক বৈশিষ্ট আকৃষ্ট করেনা।

কিন্তু সেই তেতুল যদি খোলস (পর্দা ) ছাড়া থাকে ,তবে তা দেখলে সবার মুখেই একটু না একটু জল আসবেই এটাই প্রকৃতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে। ""মেয়ে""আর মেয়ে মানুষ :::::আল্লহ রাব্বুল আলামিন মেয়েদের গঠন করেছেন এত সৌন্দর্য আর রূপে যা বেপর্দায় (খোলস ছাড়া ) থাকলে ছেলেদের দৃষ্টি যাবেই ,ইভটিজিং হবেই ,ধর্ষন হবেই ,বেহায়পনা এবং চোখের জেনা & মনের জেনা হবেই। এটাই প্রকিতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে। তাই মেয়েদের পর্দা করার গুরত্ব অপরিসীম এ বিষয়টি বুঝাতে গিয়েই তিনি তেতুলের সাথে মেয়েদের তুলনা করেছেন আর এটা অনেক যৌক্তিক একটা বিষয় বটে। আর এটা বুজার ক্ষমতা যাদের নাই তাদের দেখে খুবই কষ্ট আর লজ্জা হয়।

ইসলাম কখনোই নারীজাতির অসম্মান করে নাই, নারী জাতির সঠিক মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.