আমাদের কথা খুঁজে নিন

   

তেঁতুল নয় তেঁতুলের মতো

বহুল আলোচিত তেতুল তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং আল্লামা আহমদ শফি। দেশের নারী সমাজকে নিয়ে হেফাজতের আমীরের অবস্থান পরিস্কার করেছেন। তিনি দাবি করেন, ‘আমি তাদের (নারীদের) তেতুঁল বলিনি, তাদের তেতুঁলের মতো বলেছি।

আজ শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতের মহাসমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি একথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, মহিলাদের তুলনা করা যায় একমাত্র রাণীর সাথে, ফুলের সাথে।

এরপরও সরকারের মন্ত্রীরা-এমপিরা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। কিন্তু আমি তার প্রতিবাদ করেনি। এর বিচার আল্লাহ করবে। বর্তমান সরকারের মন্ত্রীরা চরম মিথ্যাচার করছে। কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার করছে।

তাদেরকে বলতে চাই কওমি মাদরাসায় হাত দেবেন না, হাত জ্বলে যাবে।

কওমি মাদ্রাসা সম্পর্কে তিনি বলেন, কওমি মাদরাসার জন্য কোনো সনদ প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন মনদ। কওমি মাদরাসা কখনো সরকারের নিয়ন্ত্রণে ছিল না। আশাকরি এ সরকারও তার নিয়ন্ত্রণে নিতে পারবে না।

এসময় মহিলাদের পড়ালেখার ব্যাপারে শফী বলেন, মহিলারা লেখাপড়া করতে পারবে, তবে তা করবে পর্দা মেনে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.