আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার অবিস্মরণীয় ডায়লগুলোর সংকলনঃ চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না

ব্লগের একমাত্র অলস ব্লগার । ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বিকেল ৩.১৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখেনি এমন মানুষ কমই আছে । আসলে তখন তো বিটিভি ছাড়া আর কোন চ্যানেল ছিল না তাই বাধ্য হয়েই দেখতে হত । মনে আছে পরিবারের সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে বাংলা সিনেমা দেখার মজাই ছিল আলাদা । সেই সিনেমাগুলো দেখতাম আর ডায়লগগুলো মুখস্ত করতাম ।

পরদিন স্কুলে গিয়ে আমরা বন্ধুরা ডায়লগগুলা নিয়া অনেক হাসাহাসি করতাম । বলতে দ্বিধা নেই বাংলা সিনেমা ছিল তখন এক পারফেক্ট বিনোদন । এই পোস্টে আমি সিনেমার সেই বিখ্যাত ডায়লগগুলো এক করার চেষ্টা করেছি । মাঝে মাঝে দেখব আর হাসাহাসি করব তো তাই । আমি পরিচিত কয়েকটা ডায়লগ দিলাম ।

আপনাদের ভান্ডারে কিছু থাকলে দিন এড করে নেব । চাইলে ঘুরিয়ে পেচিয়ে আপনি নিজেও ডায়লগ বানিয়ে দিতে পারেন , দেখবেন সেইটাই হিট বলেন তো বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ডায়লগ কোনটা ?? আসুন সেটা দিয়েই শুরু করি.... # চৌধুরী সাহেব মনে রাখবেন টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না । (তয় গুড হাউস কেনা যায়) # বাবা থাক তুমি তোমার টাকার পাহাড় নিয়ে , আমি চললাম কাল্লুর সাথে # কি তোর এত বড় স্পর্ধা , সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করিস # এই যে মিস্টার আপনি জানেন আমি কে ?? (জানলে কি আর ছাড়ুম নাকি) # কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব , আজ আপনি না থাকলে কি যে হত ?? (কি আর হত গুন্ডাদের হাতে ইজ্জত ভাগাভাগি হত) # মা মা আমি পাশ করেছি , মা আমি চাকরি করব , আমাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না মা । মা বলবেন ইয়া আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শোকর # ছেড়ে দে শয়তান , তোর ঘরে কি মা বোন নেই !! # শয়তান তুই আমার বাবাকে মেরেছিস , আমাকে পিতৃহারা করেছিস , আমার আমাকে বিধবা করেছিস , ইয়া ঢিসুম্মম # শয়তান ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ২০ টি বছর , ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ছোট ভাইকে # খোকা এই তোর বাবার খুনিইইই , প্রতিশোধ নে এবার আপনাদের পালা । ডায়লগ দিতে থাকুন * অথৈ সাগরঃ মা মা আমি ফাস কেলাস ফাস হয়েছি * শিপু ভাই বলেছেন: হাউ ডেয়ার ইউ!!! তোমার এত বড় সাহস!!! * অথৈ সাগর বলেছেন: নায়িকা-- শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না লুল -- তাতেই আমার চলবে * sumon3d বলেছেন: নায়িকা: ছেড়ে দে শয়তান।

তুই আমার দেহ পাবি তো মন পাবি না। ভিলেন : ওটাই তো চাই সুন্দরী। * লিন্‌কিন পার্ক বলেছেন: আপনাকে কোথায় যেন দেখেছি * ছাইরাছ হেলাল বলেছেন: আপনি অনেক মজার * বেঈমান আমি বলেছেন: সেই সুযোগ তুই পাবি না শয়তান * আন্ধা পোলা বলেছেন: এই ছাড়ো কি করছো কেউ দেখে ফেলবে তো! তারপর হয় বাততি নিভা যাইবো আর নায়লে গান শুরু হৈবো! * রিয়াল রিফাত বলেছেন: চৌধুরী সাহেব ''আমরা ছোটলোক হইতে পারি কিন্তু গরীব না'' * রিয়াল রিফাত বলেছেন: মা আমি প্রিয়াকে ছাড়া বাঁচবনা * ছোটমির্জা বলেছেন: কপিলা: আমারে নিবা মাঝি লগে!! আর একটা: 'দিমু, নিঝ্যস দিমু। ' * আশকারি রহমান বলেছেন: তুই জানিস!! আমার বাসার ড্রাইভারের বেতন তোর পুরা পরিবারে আয়ের থেকে বেশী!! * সাকিন উল আলম ইভান বলেছেন: মা- ওই চোধুরি সাহেব ই তোর হারিয়ে যাওয়া পিতা .... নায়ক - বাবাআআআআআআআআআআআআআআআআআআআ (সামুর চার দেয়ালে প্রতিধ্বনির ইমো ) * রোকন রাইয়ান বলেছেন: মাইর দিমু কিন্তু শব্দ হইব না... * অচিনপাখি বলেছেন: আইন নিজের হাতে তুলে নিবেন না। * ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চৌধুরি সাহেব কমোডে পা তুলে বসে না * আমার মন বলেছেন: ছি ছি ছি তুমি এত নিচ !!! আগে জানলে তোমার পোস্টে কমেন্ট করতাম না ! * মাহবু১৫৪ বলেছেন: বামন হয়ে আকাশ ছুতে চাস ? * রাশেদ হাসান নোবেল বলেছেন: ডিপ জলঃ সানডে মানডে কুলুচ কইরা দিমু ) চিনেমার শেষ দিকে থিম ব্যাকগ্রাউন্ড মিউজিক আ-আ-আ-আ আ-আ-আ-আ-আ সমবেত নারি কণ্ঠে ।

* রাশেদ হাসান নোবেল বলেছেন: নাইকার মা\বাবা মরার আগে বা সাইড নাইকা মরার আগে ঃ প্রেমারে তুমার হাতে তুইলা দিয়া গেলাম। :`> ওরে কখনও কষ্ট দিওনা বাবা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.