আমাদের কথা খুঁজে নিন

   

নিভৃতচারী বেদনাবিলাসী

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা হে নিভৃতচারী বেদনাবিলাসী ম্লান চন্দ্রালোকে যে অশ্রুজ্ল ফেলছ তুমি লুকিয়ে যে অশ্রুজল বাকাঁ চাঁদের দৈন্যতা আলোকের ম্লানিমাকে ছাড়িয়ে নিজ বক্ষে ধারণ করেছে ক্ষীয়মান চন্দ্রকিরণ তুমিও পারতে ঠিক এমনি করে দুঃখের অমানিশা ঘুচাতে হৃদয়ালোকের মহাপ্লাবনে। ব্যর্থ হতো অশ্রুজলের আলোক অবগাহন। প্রায় সাড়ে পাচঁ বছর আগে আমার এক প্রিয় বন্ধু আমার জন্য এই কবিতাটা লিখেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।