নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সত্যিই কি নেই?
চলে গেছে তবু রয়ে গেছে, ফেরার জন্য
কথা দেবে না সে জানি
মাথা নোয়াবে না, ভয় পাবে না, হারিয়ে যাবে না
শুধু জানবো না
এমনই দুর্গতি
এমনই ভৌতিক
এমনই রহস্য
মুড়ি ফুটবে চালুনিতে,
নি:শব্দে রবে, চলবে কিন্তু পা ফেলবে না
যেন নেই
বাতাসে খড়ের আগুন বেড়ে গেলে
হাত পোড়াবে
গরমে পুড়ে যাবে আঙুল, কাঁদবেনা
পাছে টের পাই সে আছে
হাসবে নিরবে, চলে যেতে চেয়েও
বসে থাকবে
সত্যিই কি সে নেই?
না থাকাটা চেষ্টা করেও বুঝতে পারি না
--------
ভবঘুরে দুপুর বেলার শালিকের ব্লগে মন্তব্যকৃত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।